সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:
দক্ষতা নিয়ে যাবো বিদেশ,রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সারিয়াকান্দিতে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস।
সকাল ১১ টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদের সড়ক পদক্ষিণ করে পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া ফেরদৌস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া ফেরদৌস বলেন, আজকের এই শুভক্ষণে দেশ ও বিদেশের মাটিতে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি আরও বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি আজ যে উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে, তার অন্যতম কারিগর হলেন আমাদের প্রবাসী ভাই-বোনেরা। আপনাদের পাঠানো ঘামঝরানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মো.মাহতাবুর রহমান,সমাজসেবা কর্মকর্তা আব্দুল আলিম, নির্বাচন কর্মকর্তা শাহ মোঃ আহসান হাবিব,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম,এলজিডি প্রকৌশলী মো. তুহিন সরকার, সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকী মো: জাকিউল আলম ডুয়েল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা দারিদ্র্য বিমোচন অফিসার মো.নজরুল ইসলাম।

আরও পড়ুন
প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা অগ্নি সংযোগের প্রতিবাদে নাটোরে সাংবাদিকদের মানববন্ধন
হাদির হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ
কুলাউড়ায় সরকারি ট্রান্সফরমারসহ পিকআপ জব্দ