কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামাল হাসান সিলেটে ডেভিল হান্ট অপারেশনে গ্রেফতার হয়েছেন। সিলেট মহানগর পুলিশ ডেভিল হান্ট-২ অভিযানে আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের সাথে কামাল হাসানকে গ্রেফতার করে ১৮ ডিসেম্বর বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম।
কামাল হাসান দীর্ঘদিন দৈনিক বাংলাবাজার, মানবজমিন, ভোরের কাগজ, চ্যানেল আইসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকতায় জড়িত ছিলেন।
তিনি নব্বইয়ের দশকে সিলেটের ছাত্র গণ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। পরবর্তীতে সাংবাদিকতা পেশায় যোগ দেন এবং তৎকালীন প্রভাবশালী বেশ কয়েকটি জাতীয় দৈনিকে ঢাকায় সাংবাদিকতা করেন। তারপর তিনি যুক্তরাজ্যে চলে যান এবং সেখানে সাংবাদিকতার পাশাপাশি আ.লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন।
এরপর তিনি কুলাউড়া উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
কামাল হাসান তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য বঙ্গবন্ধু এডিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিলেও কেন্দ্রীয় সিদ্ধান্তে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।
২০২৪ সালে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি কুলাউড়া থেকে প্রার্থী হয়ে নির্ধারিত ভোট না পাওয়ায় জামানত হারান।
তিনি নির্বাচনে প্রার্থী হয়ে বিভিন্ন স্কুল মসজিদের অনুদান দেবার ঘোষনা দিলেও নির্বাচনের পর আর কোন টাকা দেননি বলে অভিযোগ রয়েছে।
কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের বাসিন্দা কামাল হাসান ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন।

আরও পড়ুন
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডামুড্যা অবৈধভাবে ফসলী নষ্ট করায় ৪ জনের কারাদন্ড