December 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 18th, 2025, 7:56 pm

কণার ‘মেহেন্দি’ গানে নাচলেন নোরা ফাতেহি

 

সংগীতশিল্পী দিলশাদ নাহার কণার নতুন গান ‘মেহেন্দি’ সম্প্রতি মুক্তি পেয়েছে । গানটি দেশের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক মঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষভাবে এই গানের জনপ্রিয়তা বাড়িয়েছেন বলিউডের হার্টথ্রব নোরা ফাতেহি, যিনি গানটির সাথে নচেছেন।

গানটির সুর ও সংগীত করেছেন সানজয়, আর কণার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিশ। সম্প্রতি সানজয় তার সোশ্যাল মিডিয়ায় নোরার নাচের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, নোরা তালে তালে নাচছেন এবং সানজয় যোগ্য সঙ্গ দিচ্ছেন। ভিডিওর ক্যাপশনে সানজয় লিখেছেন, “ওর হাতে মেহেন্দি।”

ভিডিওটি প্রকাশের পর নেটিজেনরা মুগ্ধতা প্রকাশ করছেন। কমেন্টে দেখা যায় নোরা নিজেও ইমোজির মাধ্যমে ভালোবাসা প্রকাশ করেছেন। একজন নেটিজেন লিখেছেন, “বাংলা গানে নোরা! অবিশ্বাস্য সুন্দর একটি মুহূর্ত।” আরেকজন মন্তব্য করেছেন, “আমাদের বাংলা গান এভাবে বিশ্ব দরবারে পৌঁছে যাচ্ছে দেখে খুব ভালো লাগছে।”

গানটি সম্প্রতি মুক্তি পাওয়ার পর থেকেই টিকটক ও রিলসে শীর্ষস্থান দখল করেছে, আর নোরার নাচ যেন সেই জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ করলো।

এনএনবাংলা/