নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে সারাদিনই সূর্যের দেখা মেলেনি। কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। সকাল থেকে শুরু করে দিন গড়ালেও সূর্য উঠতে না দেখায় রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা।
উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, সকাল ১১টা পর্যন্ত শিশির এমনভাবে পড়ছিল যে দূর থেকে বৃষ্টির মতো মনে হচ্ছিল। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে মানুষ ঘর থেকে বের হতে অনীহা প্রকাশ করেন। ফলে স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও পথচারীর সংখ্যা ছিল খুবই কম।
শীতের তীব্রতার কারণে অনেক দোকানপাট দেরিতে খুলতে দেখা গেছে। রিকশাচালক, দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা কাজের সংকটে পড়েছেন। কেউ কেউ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছেন।
স্থানীয়রা জানান, সারাদিন সূর্যের দেখা না পাওয়ায় ঠান্ডার অনুভূতি আরও বেড়েছে। গাছের পাতা, ঘাস ও যানবাহনের ওপর জমে থাকা শিশির প্রকৃতিতে সৃষ্টি করেছে এক ভিন্নধর্মী নীরব দৃশ্য।
সারাদিন সূর্যহীন এই শীতল আবহাওয়া সোনারগাঁবাসীর দৈনন্দিন জীবনযাত্রাকে যেমন ব্যাহত করেছে, তেমনি প্রকৃতিতে এনেছে এক নিস্তব্ধ শীতের সৌন্দর্য।

আরও পড়ুন
উলিপুরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
ভাঙ্গুড়ায় প্রচন্ড শীতেও মধু সংগ্রহ করছেন মৌ খামারীরা
বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফরার