Wednesday, December 31st, 2025, 7:50 pm

খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রামে মহিলা দলের খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 

কুড়িগ্রাম প্রতিনিধি:

দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী,সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপি ৭ দিনের কর্মসুচী পালন করছে। এর মধ্যে কালো ব্যাজ ধারন,দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, খতমে কুরআন ও দোয়া মাহফিল। কর্মসুচীর অংশ হিসেবে আজ বুধবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে কুড়িগ্রাম জেলা মহিলা দলের আয়োজনে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে কুড়িগ্রাম জেলা মহিলা দলের সভানেত্রী রেশমা সুলতানা,সাধারন সম্পাদক মোসলেমা বেগম মিলি,সিনিয়র সহ সভাপতি নাজমুন নাহার ,সিনিয়র যুগ্ম সম্পাদক উম্মে আছমা লাভলী,যুগ্ম সম্পাদক রিতা বেগম,কুড়িগ্রাম পৌরসভা সভাপতি লাবনী আকতার,উলিপুর উপজেলা মহিলা দলের সভাপতি রিনা বেগম,রাজারহাট উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া খাতুন,চিলমারী উপজেলা মহিলা দল সভাপতি চায়না বেগম সহ সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করে।

খতমে কুরআন ও দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।