কোম্পানীগঞ্জ(সিলেট)প্রতিনিধি:
পহেলা জানুয়ারী ২০২৬ইং রোজ বৃহস্পতিবার রাতভর কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযানে,জনাব সফিকুল ইসলাম খান,অফিসার ইনচার্জ, কোম্পানীগঞ্জ থানা, সিলেট এর দিক-নির্দেশনায় জনাব সুজন চন্দ্র কর্মকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে এসআই সিকান্দর আলী সঙ্গীয় পুলিশসহ ফোর্সের সহযোগিতায় দুই আসামীকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানায় দায়েরকৃত মামলা নং-৫, তারিখ- ১৫ আগস্ট, ২০২৪; জি আর নং-১৫৫, তারিখ- ১৫ আগস্ট, ২০২৪; ধারা- ১৪৩/৩২৩/৩২৪/ ৩২৫/৩২৬/৩০৭/১১৪ পেনাল কোড, ১৮৬০; এর তদন্তে সন্ধিগ্ধ আসামী ১। মোঃ আব্দুল মালিক (৬০), (সহ সভাপতি, ০৫নং উত্তর রনিখাই ইউনিয়ন আওয়ামীলীগ), পিতা- মৃত ওয়াতির আলী, সাং- কালাইরাগ, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট এবং সিআর পরোয়ানাভুক্ত আসামী ২। সেলিম মিয়া (২৮), পিতা- আরজব আলী, সাং- পাড়ুয়া উজানপাড়া, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট’কে আটক করা হয়।
উল্লেখিত আসামীদ্বয়কে সূত্রোক্ত মামলা ও পরোয়ানা মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান বলেন, অপরাধ দমনে তথা জনগণের জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
উলিপুরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
ভাঙ্গুড়ায় প্রচন্ড শীতেও মধু সংগ্রহ করছেন মৌ খামারীরা
বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফরার