Thursday, January 1st, 2026, 7:00 pm

সিলেট-কোম্পানীগঞ্জ থানা পুলিশের রাতভর অভিযানে দুই আসামী আটক

কোম্পানীগঞ্জ(সিলেট)প্রতিনিধি:

পহেলা জানুয়ারী ২০২৬ইং রোজ  বৃহস্পতিবার রাতভর কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযানে,জনাব সফিকুল ইসলাম খান,অফিসার ইনচার্জ, কোম্পানীগঞ্জ থানা, সিলেট এর দিক-নির্দেশনায় জনাব সুজন চন্দ্র কর্মকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে এসআই সিকান্দর আলী সঙ্গীয় পুলিশসহ ফোর্সের সহযোগিতায় দুই আসামীকে আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানায় দায়েরকৃত মামলা নং-৫, তারিখ- ১৫ আগস্ট, ২০২৪; জি আর নং-১৫৫, তারিখ- ১৫ আগস্ট, ২০২৪; ধারা- ১৪৩/৩২৩/৩২৪/ ৩২৫/৩২৬/৩০৭/১১৪ পেনাল কোড, ১৮৬০; এর তদন্তে সন্ধিগ্ধ আসামী ১। মোঃ আব্দুল মালিক (৬০), (সহ সভাপতি, ০৫নং উত্তর রনিখাই ইউনিয়ন আওয়ামীলীগ), পিতা- মৃত ওয়াতির আলী, সাং- কালাইরাগ, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট এবং সিআর পরোয়ানাভুক্ত আসামী ২। সেলিম মিয়া (২৮), পিতা- আরজব আলী, সাং- পাড়ুয়া উজানপাড়া, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট’কে আটক করা হয়।

উল্লেখিত আসামীদ্বয়কে সূত্রোক্ত মামলা ও পরোয়ানা মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান বলেন, অপরাধ দমনে তথা জনগণের জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের অভিযান অব্যাহত থাকবে।