ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। মুস্তাফিজুর রহমান ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের লিগ পর্বের চারটি ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবিও উঠেছে। এমন পরিস্থিতির মধ্যেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত দলে জায়গা হয়নি জাকের আলি অনিকের। একইভাবে সুযোগ পাননি মাহিদুল ইসলাম অঙ্কনও। তবে দলে রাখা হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে।
এদিকে বিপিএলের শুরুতে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সে আলোচনায় উঠে এসেছেন নাজমুল হোসেন শান্ত। বল হাতে প্রথম দুই ম্যাচে নজর কাড়েন রিপন মন্ডল। পাশাপাশি ভালো পারফরম্যান্স দেখিয়েছেন আলিস ইসলামও। বিপিএলে ভালো করা ক্রিকেটারদের পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন নির্বাচকরা।
বিসিবি জানিয়েছে, ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ ছাড়াই প্রাথমিক স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ রয়েছে। এই সময়সীমা পেরিয়ে গেলে স্কোয়াডে পরিবর্তনের জন্য আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন হবে।
আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর কলকাতায় ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে পরপর দুটি ম্যাচ খেলবে দলটি। লিগ পর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।
বাংলাদেশের ঘোষিত প্রাথমিক স্কোয়াডে রয়েছেন—
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ‘বি১ ভিসা বন্ড’ শর্তাবলি পুনর্বিবেচনার আহ্বান খলিলুর রহমানের
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন
মিরপুর রোডে তিতাসের প্রধান ভালভ ফেটে গ্যাস সংকট, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা