অনলাইন ডেস্ক :
গায়ক, সঙ্গীত এবং ভারতীয় চলচ্চিত্র পরিচালক অঞ্জন দত্তের “২৪৪১১৩৯” অবলম্বনে নির্মিত হয়েছে স্মৃতির পাতায় বেলা বোস” নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি যৌথ ভাবে পরিচালনা করেছেন সাংবাদিক ও অভিনেতা আহমেদ সাব্বির রোমিও এবং আসাদুজ্জামান আজাদ। চিত্রনায়ক আমান রেজা ও নৃত্য ও অভিনয় শিল্পী প্রিয়াংকাকে ‘স্মৃতির পাতায় বেলা বোস ” এ প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এ ছাড়া আরো যারা অভিনয় করেছেন তারা হলেন, কোয়েল শিলা পাল, অজিত দাস এবং পরিচালক আহমেদ সাব্বির রোমিও। প্রধান সমন্বয়কারী ছিলেন চলচ্চিত্র পরিচালক মনির হোসেন মিঠু। ‘স্মৃতিরা পাতায় বেলা বোস’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি রাজধানীর বিভিন্ন স্থানে চিত্রায়ন করা হয়েছে।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব