Thursday, January 8th, 2026, 4:22 pm

বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফরার

বোরহানউদ্দিন(ভোলা)প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ ওমর আলী (২৭) নামের এক ইয়াবা

পাচারকারীকে আটক করেছে  বোরহানউদ্দিন থানা পুলিশ। ওমর চরফ্যাশন উপজেলার

পৌর এলাকার ৩ নম্বর ওয়র্ডের মৃত শাহজাহানের ছেলে।

বৃহস্পতিবার সকাল ৯ টা ৫ মিনিটের দিকে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক

মেহেদেী হাসানের  নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার কুঞ্জের হাঁট

বাজারের বিসমিল্লাহ হোটেলের পিছনের অংশের কেবিন থেকে ওই ইয়াবাসহ ওমরকে

গ্রেপ্তার করে।

উপ-পরিদর্শক মেহেদেী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে  ওসি মো.

মনিরুজ্জামানের সার্বিক নির্দেশনায় ওমর আলীকে ইয়াবাসহ গ্রেফতার করা

হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ওই চালান বোরহানউদ্দিনে বিক্রির

জন্য অন্য কোন মাদক পাচারকারীর কাছে পাইকারি বিক্রির উদ্দেশ্যে আনা

হয়েছে।

বোরহনউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ওমরের বিরুদ্ধে থানায়

একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এ

ধরনের অভিযান অব্যাহত থাকবে।