Monday, January 12th, 2026, 1:59 pm

বিকেএসপিতে ২০২৬ সালের খেলোয়াড় ভর্তির প্রাথমিক বাছাই পরীক্ষা সম্পন্ন

 

সাভার প্রতিনিধি:

ক্রীড়াঙ্গনের স্বপ্নপূরীখ্যাত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর ২০২৬ সালের ভর্তি পরীক্ষার প্রাথমিক বাছাই কার্যক্রম মঙ্গলবার(১১ জানুয়ারি) ঢাকা বিকেএসপিতে শেষ হয়েছে।

 

ঢাকা বিকেএসপিতে দু’দিন ব্যাপি অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় সর্বমোট ৩৮৭৭ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এবার সবচেয়ে বেশি ১৬৮২ জন পরীক্ষার্থী ফুটবলে, ১১৯৭ জন পরীক্ষার্থী ক্রিকেটে এবং ১৯৫ জন ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করে। বাকী ৮০৩ জন অন্যান্য  ক্রীড়া বিভাগে অংশগ্রহণ করে।

বরাবরের মত এবারও তৃণমূলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রীড়া প্রতিভাবান ছেলে-মেয়েদের কথা বিবেচনা করে ভর্তির প্রাথমিক কার্যক্রম বিভাগীয় শহরের বিকেএসপির আঞ্চলিক কেন্দ্রসমূহে পরিকল্পনা করা হয়। ফলে গরীব ও সুবিধা বঞ্চিত ছেলে-মেয়েরা তাদের প্রতিভা যাচাই করার সুযোগ পেয়েছে। গত ২২ ডিসেম্বর ২০২৫ বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুরে এবারের ভর্তি কার্যক্রম শুরু হয় এবং আজ (১১ জানুয়ারি ২০২৬) শেষ হয়েছে।

অনলাইন নিবন্ধন প্রক্রিয়ায় ২১ টি ক্রীড়া বিভাগে প্রায় দশ হাজার পাঁচশত পরীক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে সর্বোমোট দশ হাজার তিনশত চৌত্রিশ জন ভর্তি বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করে। আসন খালি থাকা সাপেক্ষে এ বছর প্রায় ২৬০ জনকে চূড়ান্তভাবে ভর্তি করা হবে। আগামী ১৫ জানুয়ারির (সম্ভাব্য) মধ্যে প্রাথমিক বাছাই পরীক্ষার ফলাফল বিকেএসপির অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হবে।