বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বর্জনের হুমকি দিয়েছেন দেশের ক্রিকেটাররা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেয়।
সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি ও ক্রিকেটার মোহাম্মদ মিঠুন জানান, বৃহস্পতিবার বিপিএল ম্যাচ শুরুর আগেই বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে। অন্যথায় ক্রিকেটাররা সব ধরনের খেলা বন্ধ রাখবেন।
মন্তব্য ক্রিকেটারদের সম্মান ও পেশাদারিত্বের পরিপন্থী
কোয়াব সভাপতি বলেন, ‘নাজমুল ইসলামের বক্তব্য ক্রিকেটারদের সম্মান ও পেশাদারিত্বের সঙ্গে সাংঘর্ষিক। ক্রিকেটারদের নিয়ে তার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদেই আমরা এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’
তার বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবারের বিপিএল ম্যাচও বর্জনের হুমকির মধ্যে রয়েছে।
পারিশ্রমিক নিয়ে মন্তব্যে ক্ষোভ ক্রিকেটারদের
এর আগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের পারিশ্রমিক ও ক্ষতিপূরণ প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলেন। তিনি বলেন, ‘ক্রিকেটাররা খারাপ খেললেও তাদের বেতন বা ফি কাটা হয় না। তাহলে বিশ্বকাপে দল না গেলে ক্রিকেটাররা কেন ক্ষতিপূরণ পাবেন?’
এছাড়া ক্রিকেটারদের সম্মানি প্রসঙ্গে তিনি বলেন, ‘ওরা খেলতে গিয়ে কিছুই না করতে পারলেও আমরা যে এত কোটি টাকা খরচ করছি, আমরা কি টাকা ফেরত চাচ্ছি?’
তিনি আরও বলেন, ‘বোর্ড যদি শরীর হয়, ক্রিকেটাররা তার অঙ্গ। শরীর না থাকলে হাতের কোনো কাজ থাকে?’
পুরো ক্রিকেট অঙ্গনকে আহত করেছেন
এম নাজমুলের এসব মন্তব্যের জবাবে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘ক্রিকেটারদের নিয়ে যেসব শব্দ ব্যবহার করা হয়েছে, সেগুলো কখনোই গ্রহণযোগ্য নয়। প্রথমে একজন ক্রিকেটারকে নিয়ে বলা হয়েছে, এখন পুরো ক্রিকেট অঙ্গনকে আঘাত করা হচ্ছে।’
তামিম ইকবাল প্রসঙ্গেও বিতর্ক
এর আগে সাবেক অধিনায়ক তামিম ইকবাল ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করা প্রসঙ্গে মন্তব্য করেছিলেন, ‘দেশের ক্রিকেটের স্বার্থ ও ভবিষ্যতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
এই মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ফেসবুকে তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ আখ্যা দেন। তখনও কোয়াব এর তীব্র প্রতিবাদ জানায়।
বিসিবির ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ
ঘটনার পর বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্য একান্তই ব্যক্তিগত। বোর্ড তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে জানায়, এমন বক্তব্য ক্রিকেটের চেতনার পরিপন্থী।
বিসিবি আরও জানায়, নাজমুল ইসলাম বোর্ডের মুখপাত্র নন এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত
বাহরাইনে পোস্টাল ব্যালটের ভাইরাল ভিডিও নিয়ে ইসি সচিব যে ব্যাখ্যা দিলেন