Thursday, January 15th, 2026, 1:55 pm

‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা পাবে বৈষম্যহীন বাংলাদেশ: আলী রীয়াজ

 

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট বিষয়ক জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলতে হলে আসন্ন গণভোটে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

বুধবার বিকেলে রংপুরের আবু সাঈদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে আয়োজিত বিভাগীয় পর্যায়ের ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, আগামী দিনে তরুণ প্রজন্মের হাতে কেমন বাংলাদেশ তুলে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নির্ভর করছে এই হ্যাঁ ও না ভোটের ওপর। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়লে তরুণরা একটি নতুন, বৈষম্যহীন বাংলাদেশ পাবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, জুলাই সনদ কালো কালি দিয়ে লেখা হলেও প্রকৃত অর্থে এটি লেখা হয়েছে জুলাই আন্দোলনে শহীদদের রক্ত দিয়ে। সেই জুলাই সনদ বাস্তবায়নের একমাত্র পথ হলো গণভোটে ‘হ্যাঁ’ বলা।

গণভোট প্রসঙ্গে তিনি আরও বলেন, এখানে কোনো ব্যক্তি বা দলকে ভোট দেওয়া হচ্ছে না। জনগণ যদি ‘হ্যাঁ’ বলে, তাহলে কোনো রাজনৈতিক দলের পক্ষেই সংস্কার প্রক্রিয়া আটকে রাখা সম্ভব হবে না। গত ষোলো বছর ধরে জনগণের অর্থ লুটপাট হয়েছে, আর গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে অনেক ক্ষেত্রে এই দুর্নীতি ও লুটপাট বন্ধ হবে।

ভবিষ্যৎ নিয়ে সতর্ক করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, বাংলাদেশে যেন আর কখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। গণভোট সেই সজাগ থাকার অন্যতম কার্যকর হাতিয়ার।

সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/পিএইচ