নির্বাচন কমিশন (ইসি) তার যোগ্যতার প্রমাণ রেখেই আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের মহাসচিবের নেতৃত্বে বিএনপির সিনিয়র নেতারা তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত আমরা নির্বাচন কমিশনের কার্যক্রম পর্যবেক্ষণ করেছি এবং দেখেছি তারা মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করছে। আমাদের কিছু সীমিত আপত্তি বা সমস্যার বিষয় রয়েছে, যা আমরা গতকাল নির্বাচন কমিশনের সামনে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, আজ যখন ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচনের ঘোষণা এসেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও গণতন্ত্রকে পুনর্গঠনের যে সংগ্রাম শুরু হয়েছে, সেই প্রেক্ষাপটে আমরা এখানে শপথ গ্রহণ করেছি। বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকার নিয়েই আজ আমরা উপস্থিত হয়েছি।
বিএনপি মহাসচিব বলেন, এই শপথের মধ্যদিয়ে বিএনপি ও এর সকল অঙ্গ-সংগঠন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে—আজকের দিনে আমরা সেই অঙ্গীকারই পুনর্ব্যক্ত করেছি।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
পৌনে ২ কোটি টাকার মনোনয়ন বাণিজ্য, ফাঁসলেন জাতীয় পার্টির রাঙ্গা
সাভারে সাত মাসে ৬ খুন, নেপথ্যে ভবঘুরের ছদ্মবেশে ‘সাইকো’ সম্রাট: পুলিশ
দেড় বছরে খাদের কিনার থেকে অর্থনীতিকে তুলে এনেছে সরকার: অর্থ উপদেষ্টা