Monday, January 19th, 2026, 4:10 pm

গঙ্গাচড়া থানা পুলিশ ও লালমনিরহাট জেলা ডিবি পুলিশের যৌথ অভিযানে ১০ লক্ষ টাকার মাদকসহ কাভার্ড ভ্যান আটক

 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

গঙ্গাচড়া থানা পুলিশ ও লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ প্রায় ১০ লক্ষ টাকার মাদকদ্রব্যসহ একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। আটককৃত কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ভারতীয় নিষিদ্ধ ৮৮৫ বোতল ফেনসিডিল, এস্কাপ ও ফেয়ার ডিল নামের মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলা ডিবি পুলিশ গত রোববার দিবাগত রাতে টহল দেয়। টহলরত অবস্থায় তারা একটি কাভার্ড ভ্যানকে সিগনাল দেয়। সিগনাল অমান্য করে কাভার্ড ভ্যান নিয়ে দ্রুত কাকিনা-রংপুর রোড হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডিবি পুলিশের সন্দেহ হলে তারা কাভার্ড ভ্যান টি আটকের জন্য ধাওয়া করে। ধাওয়ার এক পর্যায় রংপুর জেলার গঙ্গাচড়া থানা এলাকায় প্রবেশ করলে গঙ্গাচড়া থানা পুলিশের সহযোগিতা চাওয়া হয়। গঙ্গাচড়া থানা পুলিশ দ্রুত মহিপুর তিস্তা সেতু এলাকায় যায় এবং সেখানে লালমনিরহাট ডিবি পুলিশ ও গঙ্গাচড়া থানা পুলিশ যৌথভাবে কাভার্ড ভ্যান টি আটক করে। তবে চালক অবস্থা বেগতিক দেখে কাভার্ড ভ্যান রেখে পালিয়ে যায়। এ সময় কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ভারতীয় নিষিদ্ধ ৮৮৫ বোতল ফেনসিডিল, এস্কাপ ও ফেয়ার ডিল নামের মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ ও নিষিদ্ধ মাদকদ্রব্য বহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করে। ঘটনাস্থল রংপুর ও লালমনিরহাট জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগণ পরিদর্শন করেন। রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের টহল দল কাভার্ড ভ্যানটি সিগনাল দেয় কিন্তু সিগনাল অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেটি আটকে ধাওয়া করলে লালমনিরহাট জেলা বর্ডার ক্রস করে রংপুর জেলা বর্ডারে ঢুকে পড়লে গঙ্গাচড়া পুলিশকে জানানো হয় এবং যৌথভাবে নিষিদ্ধ মাদকদ্রব্যসহ কাভার্ড ভ্যান আটক করা হয়।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহনে লালমনিরহাট জেলা পুলিশ গঙ্গাচড়া থানায় মামলা দায়ের করবে। তিনি আরো একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ফোন ও কাভার্ড ভ্যানের নাম্বার ধরে উদ্ধারকৃত মাদকদ্রব্যের উৎস ও এর সঙ্গে জড়িত চক্রকে শনাক্তে তদন্ত চলছে। তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।