নাটোর প্রতিনিধি:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, প্রথমত বাংলাদেশ ৭১ স্বাধীন হয়েছিল। সেময় পশ্চিমা গোষ্টির বৈষম্য ছিল। সেই বৈষম্য দিনে দিনে বেরেছে। কাজেই আমরা একটি বৈষম্যহীন দেশ চাই, ২৪ শে যে গণআন্দলোন হলো, সেই ফসলে আজকের এই পরির্তনটা । যারা আহত, নিহত হলো এবং হাত পা সম্পূর্ণ রুপে হারালো ওদের যে আত্ব ত্যাগ তার বিনিময় কি পেলাম। মুক্তিযোদ্ধ যখন হলো আমরা মনে করে ছিলাম একটি বৈষম্যহীন সমাজ পাবো যেখানে মানুষে মানুষে কোন ভেদাভেদ থাকবে না। চাকুরীতে, ছেলে মেয়েদের স্কুলে কলেজে পড়া লেখা করাতে পারবো, কোন বৈষম্য থাকবে না। সেই আকাজ্ঞক্ষার প্রতিফলন ঘটে নাই। আমরা আর কোন রক্তপাত চাই না । সে কারণেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
রোববার বিকালে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা ও ভোটের গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এই গণভোটের মাধ্যমে একটি জবাবদিহিমূলক, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার দিকে বাংলাদেশ এগিয়ে যাবে।হ্যা ভোটের প্রার্থী বাংলাদেশ নিজেই অর্থাৎ রাষ্ট্র হ্যা ভোটের পক্ষে কাজ করছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ গড়তে আপনারা সবাই হ্যা এর পক্ষে ভোট দিবেনএবং প্রচারণা চালাবেন।
এসময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আব্দুল ওয়াহাব, সেনাবাহিনীর কমান্ডিং অফিসারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আগের মতো আর কোন স্বৈরাচারী সরকার মানুষকে গুম,হত্যা রাস্তায় না করতে পারে এজন্যই হা – না ভোট : ফারুক ই আজম বীর প্রতীক
জয়পুরহাট – ২ আসনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফার মনোনয়ন প্রত্যাহার
কুড়িগ্রামে শীতে এতিম ও মাদরাসা সহস্রাধিক শিক্ষার্থীকে শীতবস্ত্র বিতরণ