রংপুর ব্যুরো:
রংপুর র্যাব-১৩ এর অভিযানে রংপুর জেলার পীরগাছা থেকে জালনোট এবং জালনোট তৈরীর বিভিন্ন সরঞ্জামাদিসহ জালনোট তৈরীর মূলহোতা গ্রেফতার।গতকাল রোরবার বিকেলে র্যাব-১৩ অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী সংবাদ মাধ্যমকে জানান র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতায় সাম্প্রতিক সময়ে রংপুরে জাল নোটের তথ্য পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় রোবরবার র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার পীরগাছা থানাধীন ০৬ নং তাম্বুলপুর ইউনিয়নের অন্তরর্গত রহমতচর দক্ষিণকানি গ্রামস্থ জনৈক মানিক মিয়া এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে জালনোট তৈরীর বিভিন্ন সরঞ্জামাদি এবং জালনোটসহ জালনোট তৈরীর মূলহোতা মোঃ মানিক মিয়া গ্রেফতার করতে সক্ষম হয়।তিনি জানান আরও জব্দকৃত জালনোট এবং জালনোট তৈরীর বিভিন্ন সরঞ্জামাদিঃ-৫০০ টাকা মূল্যমানের ১৭ (সতেরো) টি জাল নোট (৫০০দ্ধ১৭)=৮,৫০০/- টাকা,৫০ টাকা মূল্যমানের ২৪০ (দুইশত চল্লিশ) টি জাল নোট (৫০দ্ধ২৪০)=১২,০০০/- টাকা,৫০০ টাকার নোটের একপাশ প্রিন্ট করা ০৫ (পাঁচ) টি কাগজ,৫০ টাকার নোটের একপাশ প্রিন্ট করা ৫৬ (ছাপান্ন) টি কাগজ,২০ টাকার নোটের একপাশ প্রিন্ট করা ০৬ (ছয়) টি কাগজ,০১ পিঠে প্রিন্ট করা ০৬ (ছয়) টি ৫০০/- (পাঁচশত) টাকার নোট,০১ টি ল্যাপটপ ও ০১ টি কিবোর্ড।০১টি চার্জার। ০১টি মাউস ও মাউস প্যাড। ০১টি মাল্টিপ্লাগ। ০১টি ইউএসবি হাব। ০১টি কালার প্রিন্টার। ০১ টি লেমিনেটিং মেশিন। ০১ টি হেয়ার ড্রায়ার। জল ছাপের কাজে ব্যবহৃত ০১ তা ফয়েল পেপার। ০২ টি কাগজ কাটার। ০১ টি হ্যালোজেন লাইট। ০৮ টি কাঠের তৈরী কালার ডায়েস। ০১ টি কাঁচের বোর্ড।০৫ বোতল স্ক্রীন রং। ০১ বোতল আঠা। ০১ টি বোতলে কিছু পরিমাণ বাইকোমেট তৈল। ০১ টি ১২ ইঞ্চি প্লাষ্টিকের স্কেল। ০১ রীম সাদা কাগজ।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ##

আরও পড়ুন
আগের মতো আর কোন স্বৈরাচারী সরকার মানুষকে গুম,হত্যা রাস্তায় না করতে পারে এজন্যই হা – না ভোট : ফারুক ই আজম বীর প্রতীক
জয়পুরহাট – ২ আসনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফার মনোনয়ন প্রত্যাহার
কুড়িগ্রামে শীতে এতিম ও মাদরাসা সহস্রাধিক শিক্ষার্থীকে শীতবস্ত্র বিতরণ