চলতি বছরের পবিত্র রমজান মাস শুরু হতে আর খুব বেশি দেরি নেই। ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ অথবা ২০ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) চলতি বছরের রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের নেতৃত্বে দেশের শীর্ষস্থানীয় মুফতিদের সমন্বয়ে এই সময়সূচি চূড়ান্ত করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।
ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৫টা ৫৮ মিনিট নির্ধারণ করা হয়েছে।
তবে ভৌগোলিক অবস্থান ও দূরত্বের কারণে ঢাকার সময়ের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ ৯ মিনিট যোগ অথবা ৯ মিনিট বিয়োগ করে সেহরি ও ইফতার করতে হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
সংস্থাটি আরও জানায়, দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের পৃথক সময়সূচি সংশ্লিষ্ট বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে। এ বিষয়ে দ্বীনি দাওয়াত বিভাগের কর্মকর্তারা প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।
উল্লেখ্য, হিজরি মাস চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই সময়সূচি এক দিন আগে বা পরে পরিবর্তিত হতে পারে। বর্তমানে মুসলিম বিশ্ব রজব মাস অতিক্রম করছে এবং ধর্মপ্রাণ মুসলমানরা ইতোমধ্যেই পবিত্র রমজানের প্রস্তুতি শুরু করেছেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
পদ্মা সেতুতে টোল আদায় ছাড়াল ৩ হাজার কোটি টাকা, সাফল্যের নতুন মাইলফলক
জামায়াতের নির্বাচনী প্রতিশ্রুতি: ৫ লাখ বেকার গ্র্যাজুয়েট পাবেন মাসে ১০ হাজার টাকা
নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা