Wednesday, January 21st, 2026, 6:17 pm

দিনাজপুর ক্যানেলের বাঁধ ভেঙে নীলফামারীতে শতাধিক একর ফসল তলিয়ে গেছে

 

‎নীলফামারী প্রতিনিধি:

‎নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামে দিনাজপুর ক্যানেলের বাম তীরের বাঁধ ভেঙে শতাধিক একর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ক্যানেলের অন্তত ২০ ফুট অংশ ধসে পড়ে।

‎বাঁধ ভাঙার ফলে সরিষা, বোরো ধানের চারা, ভুট্টা, আলু ও অন্যান্য রবি মৌসুমের ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

‎ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, চলতি বোরো মৌসুমে সেচের পানি পাওয়ায় তারা চারা রোপণ ও সেচ কার্যক্রম শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ বাঁধ ভেঙে যাওয়ায় জমিতে অতিরিক্ত পানি ঢুকে ফসল নষ্ট হয়ে যায়। এতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

‎ঘটনার প্রতিবাদ ও দ্রুত ক্ষতিপূরণের দাবিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা নীলফামারী–পঞ্চপুকুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

‎এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নীলফামারীর নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, “বাঁধে সম্ভবত ঈঁদুরের গর্ত থাকার কারণে ধস নেমেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত বাঁধ মেরামত করে সেচ কার্যক্রম পুনরায় চালু করার চেষ্টা চলছে।”

‎তিনি আরও জানান, দিনাজপুর ক্যানেলের একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও রংপুর ও বগুড়া ক্যানেলের আওতায় সেচ কার্যক্রম স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে।

‎উল্লেখ্য, নীলফামারীর তিস্তা সেচ প্রকল্পের আওতায় চলতি খরিপ-১ মৌসুমে নীলফামারী জেলায় ৩৭ হাজার ৩০০ হেক্টর, রংপুরে ১২ হাজার ৫০০ হেক্টর এবং দিনাজপুরে ৭ হাজার ২০০ হেক্টর জমিতে সেচ কার্যক্রম পরিচালিত হচ্ছে।