Wednesday, January 21st, 2026, 6:20 pm

ছাত্রফ্রন্টের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর শাখার মানববন্ধন- সমাবেশ

রংপুর ব্যুরো :

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর নগর শাখার উদ্যোগে প্রেসক্লাব চত্বরে সামনে বুধবার সকালে  মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের মহানগর শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য যুগেশ ত্রিপুরা। সমাবেশে বক্তব্য দেন রংপুর-৩ সদর আসনে প্রার্থী ও রংপুর জেলা বাসদের আহবায়ক জননেতা কমরেড আব্দুল কুদ্দুস, বেরোবি শাখার সভাপতি ছাত্রনেতা রিনা মুরমু, পলিটেকনিক কলেজের শিক্ষার্থী অর্ক। সমাবেশ থেকে বাসদের জেলা আহবায়ক আব্দুল কুদ্দুস বলেন, ৬২’র শিক্ষা আন্দোলন,মহান মুক্তিযুদ্ধ ও ২৪শের গণঅভুত্থানের অন্যতম আকাঙ্খা হলো বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা । অথচ শিক্ষা বর্তমানে মুনাফা কেন্দ্রিক হওয়ায় পর্যদুস্ত, ধ্বসে পড়েছে শিক্ষার মান, শিক্ষাঙ্গনে নেই গণতান্ত্রিক পরিবেশ। স্বাধীনতার ৫৫ বছর পরেও শাসকগোষ্ঠী শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছে। সমাবেশে নেতৃবৃন্দ বলেন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানারকম মব সন্ত্রাস চলছে। পরিকল্পিতভাবে একটি মবগোষ্ঠী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নাম পরিবর্তনে ষড়যন্ত্র সহ দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন ইন্সটিটিউট ও একাডেমিক ভবন,হলের নাম পরিবর্তনের মহোৎসব চালাচ্ছে। সমাবেশ থেকে বক্তারা এহেন অপতৎপরতার তীব্র নিন্দা ও ক্ষোভ জানান। ছাত্র নেতৃবৃন্দ এসব কর্মকাণ্ড বন্ধ করতে প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানান। সভাপতি যুগেশ ত্রিপুরা বলেন, কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে নানা নামে বেনামে ফি বৃদ্ধি করা হচ্ছে। শিক্ষকদের নানাভাবে হেনস্তা অব্যাহত আছে এবং ট্যাগিং এর রাজনীতি চলছে, এসব বন্ধ করতে হবে। নেতৃবৃন্দ অতিদ্রুত সারাদেশের মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যবই দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহবান জানান। একইসাথে শিক্ষা,সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষায় ছাত্র রাজনীতির আদর্শবাদী ধারাকে শক্তিশালী করতে ছাত্র সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানান।