ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখেছিল। তবে তাদের সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ওই দলটি ক্ষমতায় গেলেও দেশে কখনোই শরিয়াহ আইন বাস্তবায়ন করবে না। বরং তারা ইসলামের নাম ব্যবহার করে ব্যক্তি ও দলীয় স্বার্থ হাসিল করবে। নীতিগত এই মৌলিক পার্থক্যের কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় জোট ত্যাগ করেছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, যারা ইসলামের নাম ভাঙিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়, দেশবাসী তাদের প্রকৃত চেহারা ইতোমধ্যেই চিনে নিয়েছে। শরিয়াহভিত্তিক শাসনব্যবস্থা ছাড়া দেশের মানুষের প্রকৃত মুক্তি ও অধিকার নিশ্চিত করা সম্ভব নয়।
কোনো জোটের ওপর নির্ভর না করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন নিজস্ব শক্তিতে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে চরমোনাই পীর আসন্ন জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গোলাম মসীহকে ‘হাতপাখা’ প্রতীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
পথসভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ফারুক আহাম্মেদ মুন্সি। এতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা দীন ইসলামসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভা শেষে চরমোনাই পীর দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
ফাঁস হওয়া প্রশ্নে ৭ কলেজে অনার্স পরীক্ষা, গঠন করা হলো তদন্ত কমিটি
তরুণদের কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি: তারেক রহমান
ইরানকে কেন্দ্র করে উত্তেজনা: কাতারে যুদ্ধবিমান পাঠাল যুক্তরাজ্য