মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় কাতারে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (RAF) টাইফুন ফাইটার জেট মোতায়েন করা হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি জানিয়েছেন, দুই দেশের যৌথ স্কোয়াড্রনের মাধ্যমে দ্বিপক্ষীয় নিরাপত্তা ও উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা আরও দৃঢ় হবে।
ব্রিটিশ সরকার জানিয়েছে, কাতার সরকারের আমন্ত্রণে এই যুদ্ধবিমানগুলো আল‑উদেইদ এয়ারবেসে পাঠানো হয়েছে। প্রতিরক্ষা সচিব জন হিলি বলেন, “এই অংশীদারিত্ব আমাদের জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করে এবং উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় সহায়তা করে।”
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি মধ্যপ্রাচ্যে সম্ভাব্য উত্তেজনার মোকাবিলায় নৌবহর ও বিমানবাহী রণতরী পাঠাচ্ছেন। বিশেষভাবে ‘জর্জ এইচডব্লিউ বুশ’ বিমানবাহী রণতরী ও এর স্ট্রাইক গ্রুপ দ্রুত এলাকায় পৌঁছানোর পথে রয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, সামরিক শক্তি মোতায়েন শুধুমাত্র প্রতিরক্ষামূলক নয়, বরং ইরানের সম্ভাব্য পাল্টা হামলার বিরুদ্ধে সতর্কতা এবং প্রতিশোধের প্রস্তুতির ইঙ্গিতও বহন করছে। ব্রিটিশ যুদ্ধবিমান শাহেদ‑১৩৬ ধরনের ড্রোন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম বলে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাজ্য এই পদক্ষেপকে “সহযোগিতাপূর্ণ” হিসেবে বর্ণনা করেছে এবং আশা প্রকাশ করেছে, এটি কাতার ও উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ফাঁস হওয়া প্রশ্নে ৭ কলেজে অনার্স পরীক্ষা, গঠন করা হলো তদন্ত কমিটি
তরুণদের কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি: তারেক রহমান
যৌথবাহিনীর ৭ দিনের অভিযানে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ২৭৮