Saturday, January 24th, 2026, 7:52 pm

টাঙ্গাইলে ৩শ’ শিক্ষককে সংবর্ধনা

টাঙ্গাইল প্রতিনিধি

শিক্ষার মান উন্নয়ন ও যুগোপযোগী পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইলে ৩শ’ শিক্ষককে সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার সকালে শাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে শাহীন শিক্ষা পরিবারের ট্রেনিং সেন্টারে এ সংবর্ধনা দেয়া হয়।

শাহীন শিক্ষা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক মাছুদুল আমীন শাহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শাহীন স্কুল (ইংলিশ ভার্সন) পিন্সিপাল মিলন সরকার, শাহীন ইসলামিক স্কুলের মুহতামিম মুফতি মাজহারুল ইসলাম প্রমুখ।

এসময় ছয়টি ক্যাটাগরিতে মোট ৩০০ জন শিক্ষককে সংবর্ধনা দেয়া হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীর বয়স, স্তর ও শেখার চাহিদা অনুযায়ী শিক্ষক তৈরি করাই তাদের মূল লক্ষ্য। সংশ্লিষ্টদের আশা এ উদ্যোগ শিক্ষার্থীর মানোন্নয়ন এবং সার্বিক শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে।