Tuesday, January 27th, 2026, 4:13 pm

মুরাদনগরে কৃষি অফিসের গুদামে চুরি করতে গিয়ে ৩ পেশাদার চোর গ্রেপ্তার

 

মুরাদনগর(কুমিল্লা( প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলা কৃষি অফিসের পিপি গুদামঘর থেকে মোটরসাইকেলসহ প্রায় ১ লাখ ১০ হাজার টাকার মালামাল চুরি করে পালানোর সময় তিন পেশাদার চোরকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার(২৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের মোহনা আবাসিক এলাকায় স্থানীয়দের সহায়তায় মুরাদনগর থানা পুলিশ ওই তিনজনকে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন মুরাদনগর উপজেলার রহিমপুর গ্রামের আলম মিয়া ওরফে আলালের ছেলে মো. আশরাফুল ইসলাম (২০), একই গ্রামের আমজাদের ছেলে মো. সবুজ (২১) এবং আলম মিয়ার ছেলে মো. সাকিব (২০)।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনই একটি সংঘবদ্ধ পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে এর আগেও ডাকাতির চেষ্টা, চুরি ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে।

মুরাদনগর থানা সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মালামালের মধ্যে একটি মোটরসাইকেলসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাসান জামিল খান জানান, সোমবার দুপুরে আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে চুরির মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা পুলিশের দ্রুত ও কার্যকর অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত এমন অভিযান চললে এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা অনেকাংশে কমে আসবে।