নির্বাচনকালীন সময়ে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) রিটকারী আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরীক্ষার্থীদের পক্ষ থেকেই এ রিট করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পিএসসির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরীক্ষার হল, আসন বিন্যাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd
) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd)-এ
প্রকাশ করা হবে।
এর আগে গত বছরের ২৬ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ৪ ডিসেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে তা শেষ হয় ৩১ ডিসেম্বর।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
নির্বাচনী প্রচারণা শুরুর পর গুগল সার্চে কোন দল এগিয়ে?
খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদে শোক প্রস্তাব
জুলাই অভ্যুত্থানের বিপ্লবীরাই একদিন বিশ্বকে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা