জয়পুরহাট প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটে সীমান্ত ও সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি।
মঙ্গলবার (২৭জানুয়ারী) বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি–হিলি সড়কের নাকুরগাছি এলাকায় বিজিবি আয়োজিত এক প্রেস কনফারেন্সে জয়পুরহাট ব্যাটালিয়ন—২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুসরণ করে বিজিবি রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, ভোটাররা যেন নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করবে।
বিজিবি জানায়, জয়পুরহাট জেলার দুইটি সংসদীয় আসনে ২৪টি প্লাটুনে প্রায় পাঁচ শতাধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। ইতোমধ্যে সীমান্ত এলাকায় ডগ স্কোয়াডের মাধ্যমে বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম শুরু করা হয়েছে।
প্রেস কনফারেন্সে ২০ বিজিবির সহকারী পরিচালক ইমরান হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
৯ স্থানে নির্বাচনী প্রচারণায় বাধা, বিএনপি-জামায়াতের হামলা সংঘর্ষ, আহত ৪০
টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
হাইকোর্টে খারিজ হলো কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার বিরুদ্ধে জামায়াত প্রার্থীর আপিল