রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে আজ (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, আগুনের কারণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। এছাড়া, আগুনে হতাহতের কোনো তথ্যও প্রাথমিকভাবে পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কাজ চলমান, এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। স্থানীয়রা আতঙ্কিত অবস্থায় নিরাপদ স্থানে চলে গেছেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
পাসপোর্ট-ভিসা জালিয়াতিতে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন: ড. ইউনূস
চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া বার্তা হাবিবের