Wednesday, January 28th, 2026, 7:12 pm

ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছি না: পররাষ্ট্র উপদেষ্টা

 

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ থেকে ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের বিষয়ে কোনো নিরাপত্তা–উদ্বেগের কথা সরকারকে জানানো হয়নি। এছাড়া, তাদের প্রত্যাহারের মধ্য দিয়ে কোনো বিশেষ বার্তা দেওয়া হচ্ছে কি না, সেটিও স্পষ্ট নয়।

আজ বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “বর্তমানে দেশে বড় ধরনের কোনও গণ্ডগোল নেই। ছোটখাটো ধাক্কাধাক্কি বা মারামারি ছাড়া বড় কোনও সহিংসতার ঘটনা ঘটেনি। ভারতও আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা বিষয়ে কোনও উদ্বেগ জানায়নি। ভারতীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়া তাদের নিজস্ব সিদ্ধান্ত হতে পারে, এতে শঙ্কার কিছু নেই।”

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সরকার চায় সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণে আসুক। আগ্রহী হলে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে মন্ত্রণালয়।

তিনি রোহিঙ্গাদের সৌদি আরবে যাওয়ার প্রসঙ্গেও মন্তব্য করেন। তিনি জানান, “কয়েক বছর আগে আমাদের ত্রুটির কারণে প্রচুর রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরবে গিয়েছিল। তখন হাতে লেখা পাসপোর্ট ব্যবহার করা হতো। এর মধ্যে প্রচুর দুর্নীতির অভিযোগও ছিল। এখন যারা পাসপোর্ট নিয়ে সেখানে আছেন, সৌদি কর্তৃপক্ষ তাদের নবায়নের জন্য আমাদের ওপর চাপ দিচ্ছে।”

তৌহিদ হোসেন বলেন, “আমরা চেষ্টা করেছি যাতে এই পরিস্থিতি না হয়, কিন্তু অন্যান্য স্বার্থের কারণে শেষ পর্যন্ত ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশের পাসপোর্ট দিতে হয়েছে। তবে পাসপোর্ট পাওয়া মানেই তারা বাংলাদেশের নাগরিক নয়।”

এনএনবাংলা/