Wednesday, January 28th, 2026, 9:06 pm

পাসপোর্ট-ভিসা জালিয়াতিতে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন: ড. ইউনূস

ছবি: সিএ প্রেস উইং

 

ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশকে জালিয়াতির কারখানা বানাতে চাই না, তরুণদের উদ্ভাবনী শক্তি ব্যবহার করে সারা বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মন্তব্য করেছেন, “বাংলাদেশ পাসপোর্ট ও ভিসা জালিয়াতিতে বিশ্বচ্যাম্পিয়ন।” তিনি বলেন, অনেক দেশ এখনও আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, আর ভিসা ও পাসপোর্টের অনেকটা জাল।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (BCFSC)-এ অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে এবং বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ ওয়েবসাইট ও লোগো উন্মোচন অনুষ্ঠানে ড. ইউনূস এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, “আমাদের বুদ্ধি আছে, তাই জালিয়াতি করতে পারছি। কিন্তু এটি খারাপ কাজে ব্যবহার হচ্ছে। যে কেউ জালিয়াতি করতে জানে, তার কাছে প্রচুর ক্রিয়েটিভিটি আছে। তবে আমাদের প্রযুক্তি ও দক্ষতা যেন দেশের উন্নয়নের কাজে ব্যবহার হয়, জালিয়াতিতে নয়।”

তিনি একটি উদাহরণ উল্লেখ করে বলেন, “মধ্যপ্রাচ্যের এক রাষ্ট্রের মন্ত্রী আমাকে দেখিয়েছেন কিভাবে বাংলাদেশের মানুষদের প্রবেশাধিকার অস্বীকৃত হচ্ছে। অনেকের কাগজপত্র, যেমন শিক্ষার সার্টিফিকেট ভুয়া। কেউ কেউ ডাক্তারের সার্টিফিকেট দেখিয়ে আসছে, অথচ আসলে গৃহকর্মী হিসেবে কাজ করবে। আমাদের প্রযুক্তি এই ধরনের জালিয়াতি ঠেকাতে ব্যবহার করা প্রয়োজন।”

ড. ইউনূস আরও বলেন, “আমাদের দেশের জালিয়াতি বন্ধ করতে হবে। তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ দিতে হবে, মানুষের সহায়ক সরকার হতে হবে। প্রযুক্তি ও উদ্ভাবন দিয়ে আমরা সারা বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি।”

তিনি বর্তমান তরুণ প্রজন্মের শক্তি ও সম্ভাবনার প্রশংসা করে বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থান দেখিয়েছে তরুণদের নেতৃত্ব দেশের সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। আজকের তরুণরা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম, যারা শুধুমাত্র বাংলাদেশ নয়, গোটা বিশ্বের নেতৃত্ব দিতে সক্ষম।”

এনএনবাংলা/