রাজধানীতে বাক প্রতিবন্ধী কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করা হয়েছে। রাজধানীর ভাটারায় শেওড়া রেলগেইট এলাকায় শনিবার দিবাগত রাতে ধর্ষণের এই ঘটনা ঘটে।
ভাটারা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পারভেজ জানান, প্রতিবন্ধী কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি জানান, এ ঘটনার সাথে একজন নাকি দু’জন জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভুক্তভোগী কিশোরী বাক প্রতিবন্ধী হওয়ায় কথা বলতে পারে না। তাই এ মুহুর্তে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
ওসিসি সূত্র জানায়, ফরেনসিক করানোর পরই নিশ্চিত হওয়া যাবে একজন না কয়েকজন ছিল।
—ইউএনবি
আরও পড়ুন
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫