January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 31st, 2021, 9:53 pm

ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইওসহ ৪ জন কারাগারে

অনলাইন ডেস্ক :

ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবাইর সিদ্দিকীসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গত শনিবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মানিক দাস তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তাদেরকে আদালতে হাজির করে সবাইকে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক গোপাল চন্দ্র দাস। আদালত আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। চুয়াডাঙ্গা কোর্ট পুলিশের পরিদর্শক এ কে এম জাহাঙ্গীর কবির বলেন, জেলা আইনজীবী সমিতির এক সদস্য মারা যাওয়ায় রোববার আদালত বন্ধ। এ কারণে সোমবার তাদেরকে আদালতে তোলা হতে পারে। উল্লেখ্য, আদিয়ান মার্টের প্রতারণার শিকার হয়ে আতিকুর রহমান উজ্জ্বল নামে এক গ্রাহক চুয়াডাঙ্গা সদর থানায় ১৮ লাখ ৫২ হাজার ৪৮০ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেন। এরপর শুক্রবার র‌্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ও খুলনা থেকে প্রতিষ্ঠানের সিইও জুবায়ের সিদ্দিকী মানিক, মহা-ব্যবস্থাপক মাহমুদ সিদ্দিকী রতন, উপদেষ্টা আবু বক্কর সিদ্দিকী ও ম্যানেজার মিনারুল ইসলামকে গ্রেফতার করে।