January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 1st, 2021, 7:27 pm

আপনারা এখনও আমার লুঙ্গিতেই আটকে রইলেন?

অনলাইন ডেস্ক :

২৪ অক্টোবর ছিল ঢাকাই নায়িকা পরীমণির জন্মদিন। অনেক ধকল সামলে এদিন রাতের উদযাপনটি ছিল বাঁধভাঙা। পাঁচতারকা হোটেলে পার্টি, হল রুমে ককপিট বসানো, এমনকি পরী নেচেছেন লুঙ্গি পরে। বিষয়টি অনেকেই ঠিক সহজভাবে নেননি। বিশেষ করে সমালোচকরা তো নয়-ই। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন এই চিত্রনায়িকা। পরী মনে করেন, কাজ নয়, অন্য জায়গায় ফোকাসড সবাই। তিনি বলেন, ‘‘এই যে আমি ‘গুনিন’র শুটিং থেকে একটু ছুটি নিয়ে এসে বার্থডে সেলিব্রেশন, সারা দিন বাচ্চাদের নিয়ে হই-হুল্লোড়, সন্ধ্যা থেকে লেটনাইট পার্টি, পরদিন আর্লি মর্নিং আদালত শেষ করে আবার শুটিংয়ে জয়েন করলাম। দারুণ একটি সিনেমার কাজ শেষ করে ছয় দিন পর বাড়ি ফিরে দেখি আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন! আহারে, আপনাদের দিকে তাকালে নিজেকে সত্যিই বড় সুখী মনে হয়।’’ উল্লেখ্য, মাদক মামলায় গ্রেফতার ও রিমান্ড শেষে গত ২৪ অক্টোবরের জন্মদিনটি ছিল পরীর জন্য বিশেষ। দিনের বেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কেক কাটেন এই চিত্রনায়িকা। আর রাতে জন্মদিনটি কাছের সাংবাদিক-সতীর্থদের নিয়ে উদযাপন করেন পাঁচ তারকা হোটেলে। রাতের সেই পার্টিতে পরীর পরনে ছিল লাল রঙের শার্ট ও সাদা লুঙ্গি। কাছা দেওয়ার ভঙ্গিমায় আপনজনদের সঙ্গে নেচে-গেয়ে জন্মদিন উদযাপন করেন পরী। বিষয়টি নিয়েই নেট দুনিয়ায় চলছে সমালোচনা। অন্যদিকে, এ নায়িকা সম্প্রতি শেষ করেছেন গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমার কাজ। গত মাসজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ও মানিকগঞ্জে হয়েছে এর শুটিং। এতে পরীর বিপরীতে আছেন শরিফুল রাজ।