December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, May 29th, 2021, 10:44 am

চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ, আটক ৫

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। পাঁচজনকে আটক করেছে পুলিশ, একজন পালিয়ে যান।

এর আগে শুক্রবার (২৮ মে) রাত পৌনে ১২টার দিকে বোনের বাড়ি থেকে নিজ বাসায় ফেরার সময় আশুলিয়া-সিঅ্যান্ডবি বাইপাস সড়কের আশুলিয়া গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম, ভুক্তভোগী তরুণী তার বোনের বাড়ি মানিকগঞ্জ থেকে একটি বাসে করে নিজেদের বাড়ি নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। পথে সব যাত্রীকে আগেই নামিয়ে দেন বাসের চালক ও তার সহযোগী। এ সময় ওই তরুণীকে একা পেয়ে তারা বাসে করে নবীনগর নিয়ে যান। সেখানে তাকে দলবেঁধে ধর্ষণ করেন বাসের চালক, তার সহযোগীসহ ছয়জন। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, ওই তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।