নিজস্ব প্রতিবেদক:
শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌরুটে লঞ্চ চলাচলের সময় দেড় ঘণ্টা বৃদ্ধি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বুধবার এক নির্দেশনার মাধ্যমে বিআইডব্লিউটিএ জানায়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ দুই ব্যস্ত নৌরুটে ফেরি চলাচল করতে পারবে।
বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক শাহাদাত হোসেন বলেন, সময় বাড়ানোর ফলে সাধারণ জনগণ উপকৃত হবেন। বর্তমানে এই দুই নৌরুটে ৮৭টির মতো লঞ্চ চলাচল করে।
বিআইডব্লিউটিএ’র পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনা অনুযায়ী, রাত ৮টার পর থেকে এই রুটে লঞ্চ চলাচল স্থগিত থাকবে।
তবে এ দুই নৌরুটে সকাল ৬টা থেকে বিকাল ৫টা ৪০ মিনিট পর্যন্ত স্পিডবোড চলবে।

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন