অনলাইন ডেস্ক :
ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। হিন্দি ভাষার ‘সাথ নিভানা সাথিয়া’ টিভি সিরিয়ালে গোপী বৌমার চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা লাভ করেন। যাকে সব সময় বাঙালি নারীর পোশাক শাড়ি-গহনা পরিহিত অবস্থায় দেখতে পান দর্শক। সেই চেনা ‘গোপী বৌমা’ হাজির হলেন নতুন অবতারে। তার বেলি ড্যান্সের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে, যা নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল। শনিবার দেবলীনা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, স্পোর্টস ব্রা ও কালো রঙের শর্টস পরেছেন দেবলীনা। এমন সাজে বেলি ডান্স করছেন তিনি। ক্যাপশনে লিখেছেন ‘বেলি ড্যান্সের শিক্ষানবিশ লেভেলে রয়েছি। আশা করছি, এটি আপনাদের ভালো লাগবে।’ ভিডিওটি পোস্ট করার পর প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকে তার শরীরের মেদ নিয়ে কটাক্ষ করছেন। একজন লিখেছেন, ‘মোটা নারী।’ আরেকজন লিখেন, ‘গোপী বহু কী হয়েছে? আপনার লজ্জা আছে কি নাই?’ প্রশ্ন ছুড়ে দিয়ে একজন লিখেন, ‘এটা কেমন ব্যবহার গোপি বহু? দেবলীনাকে পরামর্শ দিয়ে অন্যজন লিখেন, ‘আগে ফিটনেস ঠিক করে তারপর এই ধরনের ভিডিও পোস্ট করুন।’
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব