January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 16th, 2021, 7:06 pm

মুক্তি পেল মিথিলার বলিউড সিনেমা ‘রোহিঙ্গা’

অনলাইন ডেস্ক :

মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার বলিউড যাত্রার কথা অনেক দিন হলো মিডিয়ায় এসেছে। এবার সেটা আনুষ্ঠানিক সম্পন্ন হলো। মুক্তি পেয়েছে এই তারকার বলিউডের প্রথম চলচ্চিত্র ‘রোহিঙ্গা’। সোমবার অ্যাপেল টিভিতে এটি অবমুক্ত হয়েছে। ২০২০ সালে ছবিটির কাজ করেছিলেন মিথিলা। এরপর থেকেই ছবি মুক্তির জন্য অপেক্ষায় ছিলেন তিনি। ‘রোহিঙ্গা’ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। ভুটানের চিত্রনায়ক তিনি। বলিউড অভিনেতা সালমান খানের ছবি ‘রাধে’-তে প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন এই নায়ক। এর চরিত্র ও গল্প প্রসঙ্গে মিথিলা বলেছিলেন, ‘‘রোহিঙ্গা’ বলিউডের ভিন্নধারার ছবি। আমি রোহিঙ্গা মেয়ে হুসনে আরার চরিত্রে অভিনয় করেছি। এখানে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা উপজীব্য নয়। তাদের দুরবস্থার কথাই উঠে এসেছে।’’ ‘রোহিঙ্গা’ ছবিতে মিথিলা ছাড়া বেশিরভাগ শিল্পী ও কুশলী বলিউডের। এর নির্মাতা বলিউডের ‘কমান্ডো’ ও ‘দঙ্গল’ ছবির সহকারী পরিচালক হায়দার খান। নিয়মিতভাবেই বলিউড ছবিগুলোর সিনেমাটোগ্রাফি ও ফটোগ্রাফার হিসেবে তাকে পাওয়া যায়। ‘রোহিঙ্গা’ ছবিটি থান্ডার ড্রাগন প্রোডাকশনের ব্যানারে নির্মিত। মানালি ও ত্রিপুরাসহ ভারতের বেশ কয়েকটি স্থানে সিনেমাটির কাজ হয়েছে। রোহিঙ্গা ও হিন্দি- দুই ভাষাতে এর কাজ হয়েছে। এজন্য রোহিঙ্গা ভাষাও রপ্ত করতে হয়েছে মিথিলাকে।