অনলাইন ডেস্ক :
গুণী অভিনেতা-নির্মাতা কচি খন্দকারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কয়েক দিন আগে নগরীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার হার্টে সার্জারি হয়। এখন কিছুটা ভালো আছেন তিনি। শুক্রবার এসব তথ্য জানান কচি খন্দকার নিজেই। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরীর তত্ত্বাবধানে কচি খন্দকারের অস্ত্রোপচার করেছেন ডা. মোহাম্মদ শওকত আলী। বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি। আপাতত বাসায় পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন চিসিৎকরা। অসুস্থ হওয়ার পর বিষয়টি তেমন কাউকে জানাননি কচি খন্দকার। কারণ এই উদ্বিগ্নতা অন্যকে দিতে চাননি তিনি। আগামী এক মাস বিশ্রামে থাকবেন। তা জানিয়ে এই অভিনেতা বলেন, ‘আমার এই অসুস্থতার ধরন এমন যে সবার থেকে বিচ্ছিন্ন থাকতে পারলেই দ্রুত সুস্থতার পথে যাওয়া সম্ভব। এ কারণে আগামী এক মাস কারো সঙ্গে যোগাযোগ রাখতে পারবো না। সবাই ক্ষমা করবেন। পরিপূর্ণ সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসতে চাই।’ কৃতজ্ঞতা জানিয়ে কচি খন্দকার বলেন, ‘বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সকল চিকিৎসক, নার্স, প্রাশাসনিক কর্মকর্তা এবং ওয়ার্ডবয়Ñসবাই যে সেবা দিয়েছেন, যে সাহস জুগিয়েছেন তা কোনোদিন ভুলবার নয়। যেটুকু কাজ করেছি তার যথার্থ সম্মান ভালোবাসা তাদের সবার কাছ থেকে পেয়েছি। তাদেরকে আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন।’
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব