প্রস্তাবিত আইন লঙ্ঘনে জেল-জরিমানাসহ শাস্তির বিধান রেখে শনিবার জাতীয় সংসদে মহাসড়ক বিল-২০২১ পাস হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বিল উত্থাপন করেন এবং কণ্ঠভোটে তা পাস হয়।
এর আগে ‘মহাসড়ক আইন-১৯২৫’ নামে একটি আইন ছিল যেখানে মাত্র পাঁচটি ধারা রয়েছে যা মহাসড়কের রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা ও নির্মাণের জন্য অপর্যাপ্ত।
প্রস্তাবিত আইন লঙ্ঘনে কমপক্ষে দুই বছরের জেল অথবা পাঁচ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানার কথা বলা হয়েছে।
বিলটি অনুসারে, সরকার সিদ্ধান্ত নেবে কোন সড়ক বা মহাসড়কে কোন গাড়ি চলবে, কোনটি এক্সপ্রেসওয়ে, মহাসড়ক ঘোষণা করা হবে। এগুলো কিভাবে পরিচালিত হবে এবং কোন মহাসড়ক থেকে টোল নেয়া হবে।
সরকার বা সরকার মনোনীত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মহাসড়কের উন্নয়ন, সংস্কার ও ব্যবস্থাপনা করবে এবং মহাসড়ক সংশ্লিষ্ট সুয়ারেজ ব্যবস্থাপনা, ড্রেন, কালভার্ট ও সেতু নির্মাণ করবে।
এতে বলা হয়, সরকারকে শুল্ক প্রদানের পর আধা সরকারি ও বেসরকারি সেবা প্রদানকারীরা তাদের ইউটিলিটি সংযোগ স্থাপন করতে পারবে।
ফসল রাখা ও অন্য কোনো কিছু শুকানোর জন্য মহাসড়ক ব্যবহারের কোনো সুযোগ নেই।
বিলে বলা হয়, পূর্বানুমতি ছাড়া মহাসড়কে কোনো বিলবোর্ড, সাইনবোর্ড, গেট বা এ ধরনের কোনো কিছু স্থাপন করা যাবে না। ধীরগতির যানবাহনকে বিশেষ লেন ব্যবহার করতে বলা হয়েছে।
এছাড়া প্রতিবন্ধী, শিশু ও বয়স্ক মানুষের জন্য নির্দিষ্ট ও নিরাপদ জায়গা নির্মাণ করতে ব্যবস্থা নেয়ার কথা বিলে বলা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
আগামীকাল লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
তা’মীরুল মিল্লাত মাদরাসায় ২০২৫ সালের বই বিতরণ উৎসব সফলভাবে সম্পন্ন