অনলাইন ডেস্ক :
প্রায় ২০০ কোটি টাকা প্রতারণার মামলা রয়েছে ভারতের এক প্রতারক সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে। তার সঙ্গেই বলিউডের জনপ্রিয় নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজের ছবি প্রকাশ পেলো। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখে নেটিজেনরা অবাক। মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ছবি। এ বিষয়ে জ্যাকলিনকে প্রায় ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এ বিষয়ে জ্যাকলিনের মুখপাত্র অবশ্য বলেছিলেন, জ্যাকলিনকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছে। তিনি জবানবন্দি দিয়েছেন। ভবিষ্যতে দরকার হলে তদন্তের স্বার্থে তিনি সব রকমের সহযোগিতা করবেন। অন্তর্বর্তীকালীন জামিন থাকার সময় সুকেশ চন্দ্রশেখর এর সঙ্গে জ্যাকলিনের এই ছবিটি তোলা হয়েছিল। শোনা গিয়েছে অভিনেত্রীর জন্য প্রাইভেট জেট এর আয়োজন করেছিলেন সুকেশ। প্রতারক সুকেশের সঙ্গে জ্যাকলিনের কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না, সেটাই খতিয়ে দেখতে চাইছেন ইডির কর্মকর্তারা। দিল্লির রোহিণী জেলে বিচারাধীন বন্দি হিসেবে থাকা সুকেশের বিরুদ্ধে এক ব্যবসায়ীর থেকে অন্যায়ভাবে ২০০ কোটি টাকা আদায় করার অভিযোগ রয়েছে। একই অপরাধে আরও ২০টি মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। জেলে বসেই এই প্রতারণা চক্র চালাত সে।

আরও পড়ুন
লাইভে এসে বিয়ে ও ডিভোর্স নিয়ে যা বললেন প্রভা
বহুদিন পর জুটি হয়ে ওয়েব সিরিজে ফিরছেন অপূর্ব-বিন্দু
হঠাৎ দেখা দিলেন নব্বই দশকের মডেল রিয়া