January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 30th, 2021, 8:31 pm

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ বাংলাদেশকে অব্যাহত সমর্থন দেবে: মিয়া সেপ্পো

ছবি: পি আই ডি

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো মঙ্গলবার বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সরকারি বাসভবন গণভবনে বিদায়ী সাক্ষাতকালে এ কথা বলেন মিয়া সেপ্পো।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

শেখ হাসিনা মিয়া সেপ্পোকে বলেন, মানবিক কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশ আশ্রয় দিয়েছে। তাদের উচিত নিজ দেশে ফিরে যাওয়া।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, যদি ১০ লাখের বেশি রোহিঙ্গা এখানে বসবাস করতে থাকে তবে এটি বাংলাদেশে বিভিন্ন সামাজিক সমস্যা তৈরি করবে। তিনি আরও বলেন,যে এনজিওগুলো বাংলাদেশে তাদের জন্য কাজ করছে সেসব এনজিওগুলো রোহিঙ্গাদের জন্য তাদের দেশে কাজ করতে পারে।

বৈঠকে তারা জলবায়ু পরিবর্তন ও নারীর ক্ষমতায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়েও আলোচনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার সরকারি চাকরির প্রতিটি ক্ষেত্রে এমনকি সামাজিক রাজনৈতিক ক্ষেত্রেও নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।

মিয়া সেপ্পো বাংলাদেশে অবস্থান নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এই সরকারের সাথে তার খুব ভালো সহযোগিতা রয়েছে।

বৈঠকে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন ও মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।

—ইউএনবি