January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 2nd, 2021, 7:10 pm

‘মৃধা বনাম মৃধা’ সিনেমার জন্য গাইলেন ঐশী

অনলাইন ডেস্ক :

বর্তমান সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। বছরজুড়ে অ্যালবাম, প্লেব্যাক আর স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করেন। ক্যারিয়ারে অনেক চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। এবার সিয়াম আহমেদ অভিনীত ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার জন্য গাইলেন ঐশী। ‘ওরে আমার বাপ’ শিরোনামের গান রচনা করেছেন মুর্তজা খান লোদী। সুর করেছেন রাগীব স্বাগত। সংগীতায়োজন করেছেন ই কে মজুমদার ইস্তি। গানটিতে ঐশীর সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন স্বাগত। গত ২৩ নভেম্বর নগরীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ঐশী বলেন ‘‘প্লেব্যাক করতে আমি সবসময়ই বেশি উপভোগ করি, অন্যরকম একটা আনন্দ অনুভব হয়। যে কয়েকটা প্লেব্যাক করেছি তার প্রায় সবগুলো গানই দর্শকপ্রিয়তা পেয়েছে। এজন্য সিনেমার গানগুলো অনেকটা বেছে করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় ‘মৃধা বনাম মৃধা’ সিনেমায় গাইলাম।’’ গানের বিষয়বস্তুর কথা উল্লেখ করে ঐশী বলেনÑ‘এটা বাবাকে নিয়ে গাওয়া একটি আনন্দের গান। সিনেমার একটি বড় অংশজুড়ে থাকবে গানটি। এককথায় বলা যায়, সিনেমার পুরো গল্পটাকেই ক্যারি করছে এই গান। গানটা গেয়ে আমি নিজে অনেক বেশি উপভোগ করেছি। আমার বিশ্বাস, শ্রোতাদর্শকরাও পছন্দ করবেন।’ ‘মৃধা বনাম মৃধা’ সিনেমা পরিচালনা করেছেন রনি ভৌমিক। তিনি বলেন, ‘এই গানের মধ্যে সিনেমার গল্পটার অনেকাংশ জুড়ে আছে। তাই আমি চেয়েছিলাম গানটা যেন পারফেক্ট হয়। ঐশী যেভাবে গানটাকে ক্যারি করেছে, সত্যি দুর্দান্ত। ঐশীকে শ্রোতারা আগে যেভাবে পেয়েছেন এখানে একটু অন্যভাবেই পাবেন। খুবই চমৎকার করে গেয়েছে সে, শ্রোতা-দর্শকরা উপভোগ করবেন বলেই আমার বিশ্বাস।’ সিনেমাটিতে চারটি গান রয়েছে। চলতি সপ্তাহেই চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে জমা দেবেন নির্মাতারা। এরপর চলতি মাসেই মুক্তির পরিকল্পনা করেছেন বলেও জানান পরিচালক। টোস্টার প্রোডাকশন ও লেবেল থ্রির যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমার গল্প এবং চিত্রগ্রহণে ছিলেন রায়হান খান। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম-নোভা। এ ছাড়াও অভিনয় করেছেনÑসানজীদা প্রীতি, তারিক আনাম খান প্রমুখ।