January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 2nd, 2021, 7:33 pm

সম্পর্ক ভাঙছে তথাগত-দেবলীনার

অনলাইন ডেস্ক :

কলকাতার শোবিজ অঙ্গনে যেন বিচ্ছেদের ধুম পড়েছে। সম্প্রতি অনুপম রায়-পিয়া চক্রবর্তীর বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পরই জানা গেল, এবার ভাঙছে তথাগত মুখোপাধ্যায়-দেবলীনা দত্ত মুখোপাধ্যায়ের সম্পর্ক। তাদের আট বছরের দাম্পত্য জীবন এখন আর এক ছাদের নিচে নেই বলেই খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। বিচ্ছেদের গুঞ্জনের বিপরীতে আনন্দবাজারকে তথাগত বলেন, আমি আমার মতো করে জীবন কাটাচ্ছি। এই মুহূর্তে আমি মা-বাবাকে নিয়ে ব্যস্ত। তাদের গায়ে যাতে কোনো আঁচ না লাগে সে দিকটা সবার আগে দেখছি। তথাগত মনে করিয়ে দিলেন, তার প্রথম বিয়ে যখন ভেঙেছিল, তখনো আনুষ্ঠানিক বক্তব্য জানাননি সংবাদমাধ্যমকে। সেই জায়গা থেকে পরিচালক জানিয়েছেন, এবারও তিনি সরাসরি কোনো মন্তব্য করবেন না। তাদের বিচ্ছেদের কারণ নাকি বিবৃতি চট্টোপাধ্যায়। তথাগতর নতুন ছবি ‘ইউনিকর্ন’-এ নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। কাজ করতে গিয়েই নাকি ঘনিষ্ঠ হয়ে পড়েন তারা। তবে বিবৃতির সঙ্গে সম্পর্কে জড়ালে সবার আগে জানবে দেবলীনা। তবে অভিনেতা কিছু স্বীকার না করলেও গুঞ্জন বলছে, এক মাস ধরে লিভ ইন করছেন তথাগত-বিবৃতি। টলিপাড়ার অনেকেই তথাগতর বাড়ি গিয়ে নাকি দেখে এসেছেন তাদের সাজানো সংসার! তবে দেবলীনা দত্তও বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি। অভিনেত্রীর কথায়, ‘আমার মা হৃদ্রোগী। কাজের বাইরে তার দেখভালে ব্যস্ত আমি। আমার দায়িত্বে আমার তিনটি সারমেয়ও রয়েছে। এসবের বাইরে আমার কোনো দিকে নজর নেই।’