December 31, 2025
Thursday, December 2nd, 2021, 7:36 pm

নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন শহীদ

অনলাইন ডেস্ক :

‘এক জীবনে’সহ বেশকিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন সৈয়দ শহীদ। এ ছাড়া নিজের ব্যান্ড দূরবীনকেও প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাচ্ছেন। চলতি মাসের ৪ তারিখ দূরবীনের ১৭ বছর পূর্তি উপলক্ষে নানামুখী কার্যক্রম হাতে নিয়েছেন শহীদসহ ব্যান্ডের সদস্যরা। এরমধ্যে নতুন গানও প্রকাশ হবে। তবে তার আগে আজই নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন শহীদ। ‘জলের ভেতর’ শিরোনামের নতুন একটি গান প্রকাশ হতে চলেছে তার। এ গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন রাজীব হোসেন। এর ভিডিও নির্মাণ করেছেন বিকাশ সাহা। আর ভিডিওতে পারফর্মও করেছেন শহীদ। তার সঙ্গে মডেল হিসেবে রয়েছেন শ্রাবন্তী সেলিনা। গানটি প্রসঙ্গে শহীদ বলেন, কথা-সুর ও সংগীতায়োজন সব মিলিয়ে একটা ভিন্নতা খুঁজে পাওয়া যাবে। একটা দরদ রয়েছে। সেটা শ্রোতারা শুনলেই বুঝতে পারবেন। আমিও নিজের শতভাগ দিয়েই গাওয়ার চেষ্টা করেছি। কথার সঙ্গে মিল রেখে একটি ভিডিও নির্মাণ করা হয়েছে। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার। আর সেটা হলেই শিল্পী হিসেবে আমার সার্থকতা। নতুন গান নিয়ে শহীদ বলেন, এ গানের পরপর আমাদের ব্যান্ড দূরবীনের গান নিয়ে ব্যস্ত হয়ে পড়বো। বেশকিছু পরিকল্পনা রয়েছে। সেগুলো সময় মতো জানিয়ে দেবো বলেই আশা রাখি।