January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 5th, 2021, 7:43 pm

হুমায়ুন ফরীদিকে নিয়ে যা বললেন সাজু খাদেম

অনলাইন ডেস্ক :

টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম। উপস্থাপক হিসেবেও তিনি অনন্য, অনবদ্য। প্রাসঙ্গিকভাবেই মজার এ মানুষটি কথা বললেন প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদিকে নিয়ে। ফরীদির মিমিক্রিগুলোও বেশ মজার ছলে করেন এই অভিনেতা। সাজু মনে করেন, তার পরম সৌভাগ্য এমন একজন কিংবদন্তির সান্নিধ্য পেয়েছেন বলে। সেই সময়টা নিয়ে সাজুর ভাষ্য, ‘যে ব্যক্তি অল্প কিছু সময়ের জন্য ফরীদি ভাইয়ের সঙ্গে কথা বলেছেন, মনে করবেন তিনিই তার কাছের মানুষ। ফরীদি ভাই মানুষটাই এমন। নিঃসন্দেহে আমি সৌভাগ্যবান যে, আমি তার সঙ্গে আড্ডা মারতে পেরেছি। ফরীদি ভাইয়ের সঙ্গে মেশাটা আমার কাছে রীতিমতো একটা শিক্ষাসফরের মতো।’ সাজু জানান, এখনও ভীষণ মিস করেন কিংবদন্তিকে। তার ভাষায়, ‘আমার যদি সুযোগ হতো তাকে (ফরীদি) বলতাম, আপনি যখন টেলিভিশন ছেড়ে চলচ্চিত্রে চলে যান, সেখানে মেকআপ দিয়ে নিজের চেয়ে বেশি বয়সের চরিত্রে অভিনয় করেছেন। যখন আবার মেকআপ খুলে টেলিভিশনে ফিরে এলেন তখন সত্যি সত্যি আপনি বেশি বয়সে পৌঁছে গেছেন। এই মাঝখানের গ্যাপটা, যে যৌবনটা মেকআপের আড়ালে চলে গেছে- সেটা আমরা খুব মিস করি। আমার খুব ইচ্ছে, যৌবনের রিয়েল হুমায়ূন ফরীদিকে যদি দেখতে পেতাম।’ সাজু খাদেমের অংশ নেওয়া ‘মামানামা- আউট অব দ্য বক্স’ নামের মজার এ অনুষ্ঠান দেখতে পাবেন ইউটিউবেও।