December 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 9th, 2021, 11:45 am

ওয়াশিংটনে করোনা টিকা নিলে গাঁজা ফ্রি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে করোনাভাইরাসের টিকা গ্রহণ করলে অভিনব উপহার দেওয়ার ঘোষণা এসেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, সেখানে টিকা নিলে বিনা মূল্যে পাওয়া যাবে গাঁজা।

গত সোমবার ওয়াশিংটনের লিকার ও ক্যানাবিস বোর্ড (এলসিবি) জানিয়েছে, সাময়িক সময়ের জন্য এই ‘অফার’ দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে প্রাপ্তবয়স্ক ব্যক্তি টিকা নিলে তাকে অভিনন্দনসূচক গাঁজা দেওয়া হবে।

জানা গেছে, করোনা টিকা নিলে গাঁজা দেওয়ার কর্মসূচি চলবে ১২ জুলাই পর্যন্ত। আগে তৈরি করে রাখা গাঁজার একটি শলাকা দেওয়া হবে টিকাদানকারী প্রাপ্তবয়স্কদের।

টিকা নিলে উপহার হিসেবে গাঁজা দেওয়ার ঘটনা যুক্তরাষ্ট্রে একেবারেই প্রথম নয়। অ্যারিজোনার একটি ওষুধের দোকান টিকাগ্রহণকারীদের ফ্রিতে গাঁজা দিয়েছে গত মাসে।

(সূত্র : আলজাজিরা)