জেলা প্রতিনিধি:
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে রবিন্দ্র চন্দ্র দাস (৪৮) নামের এক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতাকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দলীয় কোন্দল ও পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে দাবি নিহতের স্বজনদের।
বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত রবীন্দ্র চন্দ্র দাস হাতিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সতীশ চন্দ্র দাসের ছেলে।
জানা যায়, দিবাগত রাত ২টার দিকে চরঈশ্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে নিজ বাড়িতে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত হঠাৎ তার ওপর চড়াও হয়। এ সময় তারা রবীন্দ্র দাসকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
রবীন্দ্র দাসের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, নিহতের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদরে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
আরও পড়ুন
ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ১০৩৪ রোগী
মুজিববর্ষের বাজেট বরাদ্দ বাতিল করলো অন্তর্বর্তী সরকার
নির্বাচনে আইনের প্রয়োগ নিশ্চিত করতে পূর্ণ ক্ষমতা চায় ইসি