অনলাইন ডেস্ক :
কলকাতার বনি সেনগুপ্ত বর্তমানে অভিনয় করছেন বাংলাদেশের সিনেমায়। নাম ‘মানব-দানব’। শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় এর বেশিরভাগ শুটিং হয়েছে চাঁদপুরে। বজলুর রাশেদ চৌধুরীর পরিচালনায় এতে তার বিপরীতে আছেন নবাগত রাশিদা জাহান শালুক। ‘মানব-দানব’ ছবির তিনটি গানের শুটিং হয়েছে তিনটি লোকেশনে। চাঁদপুরের মোহনপুর, নারায়ণগঞ্জ পিরামিড, সোনারগাঁওয়ের তাজমহলে। গানে রোমান্সে মজেছেন বনি-শালুক দু’জনেই। সম্প্রতি সোনারগাঁওয়ে গানটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। রোমান্টিক এ গানে কণ্ঠ দিয়েছেন ইমরান-কনা। আর গানটির কোরিওগ্রাফি করেছেন সাইফ খান কালু। শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় বলেন, ‘মানব দানব’ সিনেমা শুটিং অলমোস্ট শেষ। দ্রুতই রিলিজের বিষয়ে জানাতে পারব। নবাগত রাশিদা জাহান শালুক বলেন, ‘মানব দানব’ সিনেমার পুরো টিম খুবই হেল্পফুল ছিল। একবারের জন্যও মনে হয়নি আমি নতুন আর্টিস্ট। প্রথমে এত বড় বড় শিল্পীর সঙ্গে অভিনয় করতে গিয়ে আমি একটু নার্ভাস ছিলাম। কিন্তু বনি দা খুবই লাভলী, তিনি মানুষকে আপন করে নেয়। সবমিলিয়ে কাজের অভিজ্ঞতা খুবই সুন্দর ছিল।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত