নিজস্ব প্রতিবেদক:
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত একটি কনসার্টে অংশ নিয়ে ৪ঠা ডিসেম্বর ঢাকায় ফিরেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আর ফিরে খানিকটা বিরতি নিয়ে শুটিং শুরু করে দিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নিয়েছেন এ নায়িকা। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য বড় আয়োজনের সিনেমাটি পরিচালনা করছেন শ্যাম বেনেগাল। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন তিনি। নুসরাত ফারিয়া জানান, শুক্রবার থেকে ঢাকায় এ সিনেমার দৃশ্যধারণে অংশ নিয়েছেন তিনি। ২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় সিনেমার শুটিং করেছেন ফারিয়া। ২১শে নভেম্বর থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমার শেষভাগের দৃশ্যধারণ চলছে। আগামী বছরের মার্চে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এ সিনেমায় ফারিয়া ছাড়াও আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদসহ আরও অনেকে অভিনয় করছেন। নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয় রেডিও জকি ও উপস্থাপক হিসেবে। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্যদিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-টু’, ‘ধ্যাৎতেরিকি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারিয়া। চলচ্চিত্রের পাশাপাশি গানেও সরব ফারিয়া। ২রা নভেম্বর ‘হাবিবি’ শিরোনামে নতুন একটি গান ইউটিউবে মুক্তি পেয়েছে। এর আগে ২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামে একটি গানের মধ্যদিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ হয়েছিল ফারিয়ার। সেই গানটিরও কোরিওগ্রাফি ও মিউজিক ভিডিও পরিচালনা করেছিলেন বাবা যাদব।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত