অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি মুদি দোকানে ঢুকে গুলি করার পর বন্দুকধারীসহ তিনজন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ জুন) এ ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভি বলছে, মিয়ামি থেকে ৮০ কিলোমিটার দূরের রয়েল পাম বিচে গুলির এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, একজন নারী এবং একজন শিশু রয়েছেন।
এদের মধ্যে একজন হামলাকারী রয়েছে বলে নিশ্চিত করেছে পাম বিচ কাউন্টির শেরিফ কার্যালয়।
ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রায়ই গুলির ঘটনা ঘটছে, বৃহস্পতিবারের ঘটনা তারই ধারাবাহিকতা বলে মনে করছে পুলিশ।
আরও পড়ুন
দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা: সেদিন আসলে কী ঘটেছিল?
দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ১৭৭
হাসিনার মতো ‘বিশ্বস্ত মিত্র’কে হারানোর ঝুঁকি নেবে না ভারত