নিজস্ব প্রতিবেদক:
বলিউডের জাঁদরেল অভিনেতা নাসিরুদ্দিন শাহকে দেখা যাবে বাংলাদেশের সিনেমায়। এমনটাই ঘটতে যাচ্ছে ‘উধাও’খ্যাত নির্মাতা অমিত আশরাফের নতুন ছবিতে। সায়েন্স ফিকশন থ্রিলার ঘরানার এ সিনেমাটির নাম ‘প্রজেক্ট অমি’। নির্মাতা অমিত আশরাফজানান, সম্প্রতি নাসিরুদ্দিনের সঙ্গে চুক্তি হয়েছে তাদের। সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশের কাজী প্রডাকশনস হাউস ও যুক্তরাজ্যের ফর ফিল্মস। এর বাংলাদেশি প্রযোজক হিসেবে আছেন হিমেল তারিক। আর ব্রিটিশ প্রযোজক জেনি ওয়াকার। জেনি বিবিসি, চ্যানেল ফোরের জন্য প্রামাণ্যচিত্রসহ বিভিন্ন প্রযোজনা তৈরি করেছেন। নির্মাতা অমিত আশরাফ বলেন, ‘ভারতীয় উপমহাদেশে সায়েন্স ফিকশন ঘরানার ছবি নির্মাণ হয় না বললেই চলে। আমাদের ছবির গল্প ও চরিত্র দেখে নাসিরুদ্দিন শাহ’র পছন্দ হয়েছে। আমরা কয়েক বার ওঁর সঙ্গে মিটিং করেছি। শুটিংয়ের শিডিউলও দিয়েছেন তিনি।’ জানা যায়, সব ঠিক থাকলে ছবির শুটিংয়ে আগামী বছরের জুনে নাসিরুদ্দিন শাহ ঢাকায় আসবেন। এদিকে, চলচ্চিত্রটির উদ্যোগ নেওয়া হয়েছিল প্রায় বছর আটেক আগে। ২০১৪-২০১৫ সালে বেশ প্রচারণা চালালেও এটি আর আলোর মুখ দেখেনি। ‘প্রজেক্ট অমি’র গল্প সাজানো হয়েছে ২০৫০ সালকে ঘিরে। একজন হ্যাকার ও একজন ডিজিটাল আর্টিস্ট একটি ভার্চুয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) রোবট তৈরি করেন। যার নাম অমি। সে ডার্ক ওয়েবের ভার্চুয়াল সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করে। উল্লেখ্য, অমিত আশরাফ এর আগে ‘উধাও’ সিনেমা ও ‘কালি’ নামে ওয়েব সিরিজ তৈরি করেছেন।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত