সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার সকালে দুবাই থেকে আসা চার যাত্রীর কাছ থেকে ১১ কেজি ২২০ গ্রাম স্বর্ণ উদ্ধার হয়েছে। এ সময় ওই চার জনকে আটক করে কাস্টমসের কর্মকর্তারা।
উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য প্রায় ৭ কোটি টাকা।
আটকরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার কায়স্থ গ্রামের আব্দুল আহাদের ছেলে মকবুল আলী, কেউরিয়া হাওরের মনতাজ আলীর ছেলে বশির উদ্দিন ও বাঁশবাড়ি এলাকার নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শেখ মো. জাহিদ।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের উপকমিশনার মো. আল আমিন জানান, সকাল ৯টার দিকে দুবাই থেকে আসা ফ্লাইট বিজি ২৪৮ ওসমানীতে অবতরণ করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চার যাত্রীর লাগেজ তল্লাশি করে ১১ কেজি ২২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।
—ইউএনবি
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
‘এইচএমপিভি’, নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে যেভাবে